Thursday, January 31, 2019

হঠাৎ দেখা,রিয়াজ আলম



হঠাৎ দেখা

রিয়াজ আলম

হঠাৎ দেখা এক পলক তাকিয়ে থাকা,
নিজের মধ্যে অন্যরকম অনুভূতি সৃষ্টি হওয়া,
মনে হয় জন্ম জন্মান্তরে যাহার অপেক্ষায়….
প্রহর গুণেছিলাম তাহার দেখা পেলাম।
আমি অবাক দৃষ্টিতে থাকিয়ে তাকলাম,
হৃদয়টা হাহাকার করে উঠল……………
একটু কাছে যাওয়ার ব্যর্থ চেষ্টা।
বিধাতার নিপুন হাতে গড়া,
যেন সুন্দরের অনুপমা।
হাজারো মানুষের ভীরে এক ফুটন্ত গোলাপ।
আমার অস্থিত্ব ভূলে গেলাম,
মনে হয়ে ছিল তাহার দুটো হাত ধরে……..
চিৎকার করে বলি সেই অমৃত-বাণী
যাহা হাজার বছর ধরে হৃদয়ে লালন করে রেখেছি।
কিন্তু চোখ খুলে দেখি সে হাজারো মানুষের ভীরে হারিয়ে গেছে।
অনেক খোজা-খুজি করলাম কোথাও খুজে পেলামনা,
হৃদয়টা অপার শুণ্যতায় চেয়ে বসল………….
আমি হাফিয়ে উঠলাম
পথ চলতে শুরু করলাম কোন এক অজানার উদ্দেশ্য।

Monday, January 28, 2019

অনুভবে তুমি।


অনুভবে তুমি

রিয়াজ আলম

একটি বিনীদ্র রাত্রি জেগে থাকা,
কোন এক হৈমন্তির  আশায়।
ভোরের আলোয় কোন এক হৈমন্তি আসবে,
উদ্ভাসিত করে দিয়ে যাবে আমার আত্বা।

আমি তাহার মাঝে সমর্পণ করবো নিজেকে
অনন্ত কালের জন্য ভালবাসার পাড়ী ,
গড়ে তুলব তাহার মাঝে।
সে আমায় পথ দেখাবে
জঞ্জাল পূর্ণ এই পৃথিবী চলার।

দৃঢ়তার সহিত আমার অগোছালো জীবনে,
আলো জ্বালাবে একান্তই নিজের করে।
আমি তাহার মাঝে অনন্ত সুখখুজে নেবো আপন করে।

এই পৃ্থইবীই সমাজ এই সংসার হবে 
 আমাদের কেবলী ভালোবাসার।
কোন  এক কাকঁ ডাকা ভোরে
আমার হাত ধরে সে বলবে,
চলো অনন্ত অসীমের মাঝে
আমাদের ভালোবাসাকে সমর্পণ করি।

আমি আবেগে আহ্লাদিত হয়ে
তাহার নরম গালে হাত রাখবো..
সে লজ্জা মিশ্রিত আবেগে আমাকে জড়িয়ে ধরবে
পরম উষ্ণতায় চেয়ে যাবে আমাদের হৃদয়।

Sunday, January 27, 2019

ইন্দ্রের অপ্সরী

ইন্দ্রের অপ্সরী

মাহসুদুল হাসান

নদীর বুকে চন্দ্রময় মাঝ রাতের অদ্ভুদ
নিস্তব্দ নিরবতা,
ঐ চাঁদ চুপি চুপি বলে যায় কারও কথা ।
আজ যেন ধরনীতে 
উদিত হয়েছে চাঁদদ্বয়,
এক চাঁদ আমার পাশে
 অন্যটা আকাশময়।
এলোমেলো চুলের অপরুপ
 সুন্দর তার মুখখানা,
মনে হয় কোন অপ্সরী....
 মর্ত্যে নেমেছে কেটে তার ডানা।

তোমার অপেক্ষায়

তোমার অপেক্ষায়
রিয়াজ আলম

তুমি আসবে বলে.
আমার দীঘল রজনী রাত জাগা অষ্ট প্রহরীর ন্যায় জেগে থাকা|
তুমি আসবে বলে.
আমি মধু পূর্ণিমার রাত্রী বিনীদ্র প্রহরীর ন্যায় জেগে থাকি|
তুমি আসবে বলে.
ভোরের আলোয় আলোকিত হয়ে উঠে আমার হৃদয়|
তুমি আ্সবে বলে.
অলস দুপুর বেলায় শত কষ্ট নিয়ে বিছানায় গড়াগড়ি করতে হয়|
তুমি আসবে বলে.
পড়ন্ত বিকালে চাঁদের উপর একাকি অপেক্ষার প্রহর গুণতে হয়|
তুমি আসবে বলে .
শত দিনের শত সুর্য্য অস্ত যায় তোমার অপেক্ষায়|
তুমি আসবে বলে.
আমার হৃদয় অজানা সুখে মূহ্যমান হয়ে উঠে|
তুমি আসবে বলে.
শত কষ্ট আর দুঃসহ জীবনের ক্লান্তিকে বয়ে নিয়ে চলা|
তুমি আসবে বলে.
অপেক্ষার শেষ নিঃশ্বাস টুকু বেঁচে থাকা|
তুমি আসবে বলে.
অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমার দূর্ঘম যাত্রা।