Thursday, January 31, 2019

হঠাৎ দেখা,রিয়াজ আলম



হঠাৎ দেখা

রিয়াজ আলম

হঠাৎ দেখা এক পলক তাকিয়ে থাকা,
নিজের মধ্যে অন্যরকম অনুভূতি সৃষ্টি হওয়া,
মনে হয় জন্ম জন্মান্তরে যাহার অপেক্ষায়….
প্রহর গুণেছিলাম তাহার দেখা পেলাম।
আমি অবাক দৃষ্টিতে থাকিয়ে তাকলাম,
হৃদয়টা হাহাকার করে উঠল……………
একটু কাছে যাওয়ার ব্যর্থ চেষ্টা।
বিধাতার নিপুন হাতে গড়া,
যেন সুন্দরের অনুপমা।
হাজারো মানুষের ভীরে এক ফুটন্ত গোলাপ।
আমার অস্থিত্ব ভূলে গেলাম,
মনে হয়ে ছিল তাহার দুটো হাত ধরে……..
চিৎকার করে বলি সেই অমৃত-বাণী
যাহা হাজার বছর ধরে হৃদয়ে লালন করে রেখেছি।
কিন্তু চোখ খুলে দেখি সে হাজারো মানুষের ভীরে হারিয়ে গেছে।
অনেক খোজা-খুজি করলাম কোথাও খুজে পেলামনা,
হৃদয়টা অপার শুণ্যতায় চেয়ে বসল………….
আমি হাফিয়ে উঠলাম
পথ চলতে শুরু করলাম কোন এক অজানার উদ্দেশ্য।