Sunday, January 27, 2019

তোমার অপেক্ষায়

তোমার অপেক্ষায়
রিয়াজ আলম

তুমি আসবে বলে.
আমার দীঘল রজনী রাত জাগা অষ্ট প্রহরীর ন্যায় জেগে থাকা|
তুমি আসবে বলে.
আমি মধু পূর্ণিমার রাত্রী বিনীদ্র প্রহরীর ন্যায় জেগে থাকি|
তুমি আসবে বলে.
ভোরের আলোয় আলোকিত হয়ে উঠে আমার হৃদয়|
তুমি আ্সবে বলে.
অলস দুপুর বেলায় শত কষ্ট নিয়ে বিছানায় গড়াগড়ি করতে হয়|
তুমি আসবে বলে.
পড়ন্ত বিকালে চাঁদের উপর একাকি অপেক্ষার প্রহর গুণতে হয়|
তুমি আসবে বলে .
শত দিনের শত সুর্য্য অস্ত যায় তোমার অপেক্ষায়|
তুমি আসবে বলে.
আমার হৃদয় অজানা সুখে মূহ্যমান হয়ে উঠে|
তুমি আসবে বলে.
শত কষ্ট আর দুঃসহ জীবনের ক্লান্তিকে বয়ে নিয়ে চলা|
তুমি আসবে বলে.
অপেক্ষার শেষ নিঃশ্বাস টুকু বেঁচে থাকা|
তুমি আসবে বলে.
অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমার দূর্ঘম যাত্রা।