Monday, January 28, 2019

অনুভবে তুমি।


অনুভবে তুমি

রিয়াজ আলম

একটি বিনীদ্র রাত্রি জেগে থাকা,
কোন এক হৈমন্তির  আশায়।
ভোরের আলোয় কোন এক হৈমন্তি আসবে,
উদ্ভাসিত করে দিয়ে যাবে আমার আত্বা।

আমি তাহার মাঝে সমর্পণ করবো নিজেকে
অনন্ত কালের জন্য ভালবাসার পাড়ী ,
গড়ে তুলব তাহার মাঝে।
সে আমায় পথ দেখাবে
জঞ্জাল পূর্ণ এই পৃথিবী চলার।

দৃঢ়তার সহিত আমার অগোছালো জীবনে,
আলো জ্বালাবে একান্তই নিজের করে।
আমি তাহার মাঝে অনন্ত সুখখুজে নেবো আপন করে।

এই পৃ্থইবীই সমাজ এই সংসার হবে 
 আমাদের কেবলী ভালোবাসার।
কোন  এক কাকঁ ডাকা ভোরে
আমার হাত ধরে সে বলবে,
চলো অনন্ত অসীমের মাঝে
আমাদের ভালোবাসাকে সমর্পণ করি।

আমি আবেগে আহ্লাদিত হয়ে
তাহার নরম গালে হাত রাখবো..
সে লজ্জা মিশ্রিত আবেগে আমাকে জড়িয়ে ধরবে
পরম উষ্ণতায় চেয়ে যাবে আমাদের হৃদয়।