ইন্দ্রের অপ্সরী
মাহসুদুল হাসান
নদীর বুকে চন্দ্রময় মাঝ রাতের অদ্ভুদ
নিস্তব্দ নিরবতা,
ঐ চাঁদ চুপি চুপি বলে যায় কারও কথা ।
আজ যেন ধরনীতে 
উদিত হয়েছে চাঁদদ্বয়,
এক চাঁদ আমার পাশে
 অন্যটা আকাশময়।
এলোমেলো চুলের অপরুপ
 সুন্দর তার মুখখানা,
মনে হয় কোন অপ্সরী....
 মর্ত্যে নেমেছে কেটে তার ডানা।

