Wednesday, February 20, 2019

বিদায়ের গান

                          


                          বিদায়ের গান
                        মাহমুদুল হাসান 

              নাহি অভিমান
               নাহি আশংকা
               নাহি বিদায়ের গান
              নাহি বাজে ডংকা ।

          তোমার লাগি আছে শুধু মোর প্রাণ
            দিয়ায় ধরিবে আগুনও জ্বলি
           হিয়ায় বাজিবে প্রণয়ের গান 
         দিব তাহে তোমারি তরে অঞ্জলি ।

                দেখা দাও 
                 বাণি দাও 
               নাহি কিছু চাও 
               নাহি কিছু পাও ।

          তোমারে পাওয়ার ইচ্ছা প্রবল 
       তাই আমি জাগি নিশি রাত ক্ষণেক্ষণে 
          অন্ধকারে তুমি জোস্না ধবল
      হেতা ভেবে অপক্ষেয়মান মম মনে মনে ।

              কখন আসিবে 
              কখন হাসিবে 
            কখন বাসিবে ভালো
       কখন জ্বালাবে আলো আমার হৃদয় প্রাঙ্গন ।
         এত নিরন্তন পেয়েছিলেম তোমায়
        তাই আমি আপ্নারে করেছিলাম বন্নি
           নত চিরন্তন দেখেছিলেম তোমায়
        বর্ণনার অবকাশে তুমি রবীঠাকুরের তন্নি ।
    

Sunday, February 17, 2019

অপূর্ণতা

           

অপূর্ণতা

মাহমুদুল হাসান

তব অন্ধর ধ্যান পটে 
হেরি তব রূপও চিরন্তন 
অন্তরে অলক্ষ্যে রূপে
তোমরাও অন্তিম আগমন ; 

লভিয়াছি ছির
স্পর্শ মণি
আমার শূণ্যতা তুমি
পূর্ণ করিয়ে গেছ অরুণি  ; 

জীবন আধার হলো সে ক্ষণে পাইনো সন্ধান 
সন্ধ্যার মন্দিরে হেতা চিত্তের দান   
বিচ্ছেদের সন্ধ্যার অন্ধকার হতে
দেখা দিলে তুমি প্রভাতের আলোতে ।

Thursday, February 14, 2019

তোমার নীল চোঁখেই আমি


তোমার নীল চোঁখেই আমি

রিয়াজ আলম

ভালোবাসি এক জোড়া নীল চোখকে
একটি চকিত চাহুনী মাখা গোলাকার মুখকে
সেখানে খুঁজে পেয়েছিলাম তোমার অনন্তভালোবাসা আর শান্তিকে।
নীল চোখ আমি ভালোবাসি তোমার অতল গভীরতাকে
যেখানে রয়েছে আমার সকল স্বপ্ন আর মুক্ত হাসির উৎস।
নীল চোখ আমি চেয়েছিলাম তোমার বুকে গড়তে 
আমার ভালোবাসার ফাঁড়ী জন্ম-জন্মান্তরের জন্য ।
নীল চোখ আমার স্বপ্ন ছিল তোমার মাঝে
নাঠোরের বনলতাসেনকে দেখতে ।
আমি চেয়েছিলাম তোমার মুক্তজড়ানো হাসিতে 
মুনালিসাকে খুঁজতে।
নীল চোখ তোমার মাঝে আমি সবই পেলাম
বলবোনা শুধু কি হারালাম
ভেবোনা আমি শুধুই লিখলাম 
আমি যে একদিন তোমারই হতে চেয়েছিলাম।!!!!!!!!

Wednesday, February 13, 2019

অন্বেষণ

অন্বেষণ  
রিয়াজ আলম

তোমাকে অন্বেষণ করি আমি
প্রভাতের কুয়াশাচ্ছন্ন আলোতে মেঠো পথ ধরে এই বাংলায় ।
তোমাকে অন্বেষণ করি আমি 
ভোরের সোণালি রাঙ্গা আলোতে
জীবিকার অনুসন্ধানে রুদ্রশ্বাসে ছুটে চলা মানুষের   মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
 প্রখর রোদ্রের ত্বীব্র দাহনে গ্রামের মাঠে-ঘাঠে সোণালি পথে প্রান্তরে।
তোমাকে অন্বেষণ করি আমি
দুপর বেলায় কলকল করা ভরা নদীর মোহনায়                 
ঘর্মাক্ত মানুষের অবাদ সাতারের মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি 
সন্ধ্যার আবছায়া অন্ধকারে ঘরে ফেরা কর্মক্লান্ত
মানুষের মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
বর্ষার রিমঝিম করা  বৃষ্টির প্রতিটি কণায়।
তোমাকে অন্বেষণ করি আমি
শরৎ এর প্রতিটি কাশফুলের মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
কুহেলিকাচ্ছন্ন শীতে রুদ্র পোহানো মানুষের মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
বাসন্তি সন্ধ্যায় হলুদে শাড়ী পড়া নব-বধুর মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
নির্দাহীন চোঁখে প্রতিটা রাতে নিকুটিনের মাঝে।
তোমাকে অন্বেষণ করি আমি
আমার প্রতিটি নিশ্বাসে বিশ্বাসে আমার অস্তিত্বে।

Monday, February 11, 2019

স্মৃতিচারণ


স্মৃতিচারণ
রিয়াজ আলম

আজ থেকে বহু বছর পূর্বে 
 কোন এক বসন্তের আগমনে,
তুমি এসেছিলে মোর জীবনে আশার প্রদীপ হয়ে ,
সেই থেকে আশায় বুক বেধে কাটিয়ে দিয়েছি 
জীবনের শ্রেষ্ট সময়ের শ্রেষ্ট বসন্তগুলি।
কিন্তু তুমি আসলেনা মোর জীবনের  প্রাণ-প্রদীপ হয়ে,
স্বপ্ন গুলি অপেক্ষার প্রহর গুণে গুণে তলিয়ে যাচ্ছে তিমির অন্ধকারে।
কতশত কবিতা লিখেছি তুমায় উৎস্বর্গ করে
কিন্তু পেরেছি কি তোমার কাছে পৌছাতে? 
কতবার বলতে চেয়েছি হৃদয়ের শত আকুতি
কিন্তু বলতে পেরেছি কি?
কতবার কতশত চিরকুট লিখেছি তুমায় উৎস্বর্গ করে
কিন্তু পৌছাতে পেরেছি কি তোমার কাছে?
সব যেন জগদ্ধল পাথর হয়ে আমায় চেপে বসেছে।
আজ আমার না বলা প্রাণের আকুতি
  ব্যথারমালা হয়ে কলুষিত হৃদয়ে আমাকেই কাঁদায়।
হয়তো সে কান্নার  সেদিন সমাধি হবে,
যেদিন এ পৃথিবী,এ সমাজ,এ সংসার 
আমায় মুক্তি দিবে অকৃপণ হাতে।
আশার প্রদীপ এমনি করেই 
অধরাই থেকে গেলো আমার পৃথিবীতে।


Sunday, February 10, 2019

স্নিগ্ধা

স্নিগ্ধা
মাহমুদুল হাসান

আজ বাতায়ন গেছে খুলি
তোমা পানে চাহিয়া স্নিগ্ধ আখি খানা তুলি
দেখেছিলেম তোমায় এক অসীম মায়ায়
নীরব কুয়াশায় ঘেরা শীতল ছায়ায়  
পদ্ম সরোবর কুন্ঠিত হস্তে দাড়িয়ে তুমি
তোমার ভাবনার অপেক্ষায় ছিলেম আমি
তুমি ছিলে নীরব আনমনা
 আমি ভাবছিলেম বিধাতার আলপনা

 যবি দেখি তোমায় আমি হই ধনবান বিত্ত
তোমার পলকে দিপ্তমান খুশি হয় মোর চিত্ত         
ভাবি তুমি যবে এসেছিলে মোর জীবনে
পুলকিত হয়েছিল ধরা

আমার রিক্ত হস্ত পূর্ণ  করে
মুছে দিয়েছিলে সব জড়া