
অপূর্ণতা
মাহমুদুল হাসান
তব অন্ধর ধ্যান পটে
হেরি তব রূপও চিরন্তন
অন্তরে অলক্ষ্যে রূপে
তোমরাও অন্তিম আগমন ;
লভিয়াছি ছির
স্পর্শ মণি
আমার শূণ্যতা তুমি
পূর্ণ করিয়ে গেছ অরুণি ;
জীবন আধার হলো সে ক্ষণে পাইনো সন্ধান
সন্ধ্যার মন্দিরে হেতা চিত্তের দান
বিচ্ছেদের সন্ধ্যার অন্ধকার হতে
দেখা দিলে তুমি প্রভাতের আলোতে ।
