স্মৃতিচারণ
রিয়াজ আলম
আজ থেকে বহু বছর পূর্বে 
 কোন এক বসন্তের আগমনে,
তুমি এসেছিলে মোর জীবনে আশার প্রদীপ হয়ে ,
সেই থেকে আশায় বুক বেধে কাটিয়ে দিয়েছি 
জীবনের শ্রেষ্ট সময়ের শ্রেষ্ট বসন্তগুলি।
কিন্তু তুমি আসলেনা মোর জীবনের  প্রাণ-প্রদীপ হয়ে,
স্বপ্ন গুলি অপেক্ষার প্রহর গুণে গুণে তলিয়ে যাচ্ছে তিমির অন্ধকারে।
কতশত কবিতা লিখেছি তুমায় উৎস্বর্গ করে
কিন্তু পেরেছি কি তোমার কাছে পৌছাতে? 
কতবার বলতে চেয়েছি হৃদয়ের শত আকুতি
কিন্তু বলতে পেরেছি কি?
কতবার কতশত চিরকুট লিখেছি তুমায় উৎস্বর্গ করে
কিন্তু পৌছাতে পেরেছি কি তোমার কাছে?
সব যেন জগদ্ধল পাথর হয়ে আমায় চেপে বসেছে।
আজ আমার না বলা প্রাণের আকুতি
  ব্যথারমালা হয়ে কলুষিত হৃদয়ে আমাকেই কাঁদায়।
হয়তো সে কান্নার  সেদিন সমাধি হবে,
যেদিন এ পৃথিবী,এ সমাজ,এ সংসার 
আমায় মুক্তি দিবে অকৃপণ হাতে।
আশার প্রদীপ এমনি করেই 
অধরাই থেকে গেলো আমার পৃথিবীতে।

