তোমার নীল চোঁখেই আমি
রিয়াজ আলম
রিয়াজ আলম
ভালোবাসি এক জোড়া নীল চোখকে
একটি চকিত চাহুনী মাখা গোলাকার মুখকে
সেখানে খুঁজে পেয়েছিলাম তোমার অনন্তভালোবাসা আর শান্তিকে।
নীল চোখ আমি ভালোবাসি তোমার অতল গভীরতাকে
যেখানে রয়েছে আমার সকল স্বপ্ন আর মুক্ত হাসির উৎস।
নীল চোখ আমি চেয়েছিলাম তোমার বুকে গড়তে
আমার ভালোবাসার ফাঁড়ী জন্ম-জন্মান্তরের জন্য ।
নীল চোখ আমার স্বপ্ন ছিল তোমার মাঝে
নাঠোরের বনলতাসেনকে দেখতে ।
আমি চেয়েছিলাম তোমার মুক্তজড়ানো হাসিতে
মুনালিসাকে খুঁজতে।
নীল চোখ তোমার মাঝে আমি সবই পেলাম
বলবোনা শুধু কি হারালাম
ভেবোনা আমি শুধুই লিখলাম
আমি যে একদিন তোমারই হতে চেয়েছিলাম।!!!!!!!!

