তোমার চোখ
রিয়াজ আলম
আমি তোমার চোখে চোখ রেখে রচনা করেছিলাম ভালবাসা
আমি তোমার চোখে খুজে পেয়েছিলাম আমাকেই ....
আমি তোমার চোখে দেখেছিলাম অনন্ত সুখের এক স্বপ্ন সারথী
আমি তোমার চোখে চোখ রেখে কাটিয়ে ছিলাম
জীবনের শ্রেষ্ট সময়ের শ্রেষ্ট বসন্ত গুলি।
তোমার চোখ কেড়ে নিয়েছে আমার রাতের ঘুম...
আর খুনটুসি করা সময়টুকু ।
তোমার চোখ আমাকে করেছে নিঃস্ব.
দিয়ছে কেবলি প্রবঞ্চনা ।
তোমার চোখ কেরে নিয়েছে আমার চঞ্চলতা
আমায় করেছে প্রতিনিয়ত আশাহত ।
তোমার চোখ আমায় দেখিয়েছিল যে চলার পথ
সে পথ আজ কালো মাস্তিন অন্ধকারে ডাকা।
তোমার চোখ বিভিশিখাময় ধ্বংশ করে চলেছে একটি জীবন প্রদীপ ।
তোমার চোখে আমি মৃত্যুকেই খেলা করতে দেখি.
জানিনা এ সর্বনাশা চোখের নীল খেলার সমাপ্তি কোথায়?
তোমার চোখ
রিয়াজ আলম
আমি তোমার চোখে চোখ রেখে রচনা করেছিলাম ভালবাসা
আমি তোমার চোখে খুজে পেয়েছিলাম আমাকেই ....
আমি তোমার চোখে দেখেছিলাম অনন্ত সুখের এক স্বপ্ন সারথী
আমি তোমার চোখে চোখ রেখে কাটিয়ে ছিলাম
জীবনের শ্রেষ্ট সময়ের শ্রেষ্ট বসন্ত গুলি।
তোমার চোখ কেড়ে নিয়েছে আমার রাতের ঘুম...
আর খুনটুসি করা সময়টুকু ।
তোমার চোখ আমাকে করেছে নিঃস্ব.
দিয়ছে কেবলি প্রবঞ্চনা ।
তোমার চোখ কেরে নিয়েছে আমার চঞ্চলতা
আমায় করেছে প্রতিনিয়ত আশাহত ।
তোমার চোখ আমায় দেখিয়েছিল যে চলার পথ
আমি তোমার চোখে খুজে পেয়েছিলাম আমাকেই ....
আমি তোমার চোখে দেখেছিলাম অনন্ত সুখের এক স্বপ্ন সারথী
আমি তোমার চোখে চোখ রেখে কাটিয়ে ছিলাম
জীবনের শ্রেষ্ট সময়ের শ্রেষ্ট বসন্ত গুলি।
তোমার চোখ কেড়ে নিয়েছে আমার রাতের ঘুম...
আর খুনটুসি করা সময়টুকু ।
তোমার চোখ আমাকে করেছে নিঃস্ব.
দিয়ছে কেবলি প্রবঞ্চনা ।
তোমার চোখ কেরে নিয়েছে আমার চঞ্চলতা
আমায় করেছে প্রতিনিয়ত আশাহত ।
তোমার চোখ আমায় দেখিয়েছিল যে চলার পথ
সে পথ আজ কালো মাস্তিন অন্ধকারে ডাকা।
তোমার চোখ বিভিশিখাময় ধ্বংশ করে চলেছে একটি জীবন প্রদীপ ।
তোমার চোখে আমি মৃত্যুকেই খেলা করতে দেখি.
জানিনা এ সর্বনাশা চোখের নীল খেলার সমাপ্তি কোথায়?
তোমার চোখ বিভিশিখাময় ধ্বংশ করে চলেছে একটি জীবন প্রদীপ ।
তোমার চোখে আমি মৃত্যুকেই খেলা করতে দেখি.
জানিনা এ সর্বনাশা চোখের নীল খেলার সমাপ্তি কোথায়?

