বিদায়ের গান
মাহমুদুল হাসান
নাহি অভিমান
নাহি আশংকা
নাহি বিদায়ের গান
নাহি বাজে ডংকা ।
তোমার লাগি আছে শুধু মোর প্রাণ
দিয়ায় ধরিবে আগুনও জ্বলি
হিয়ায় বাজিবে প্রণয়ের গান
দিব তাহে তোমারি তরে অঞ্জলি ।
দেখা দাও
বাণি দাও
নাহি কিছু চাও
নাহি কিছু পাও ।
তোমারে পাওয়ার ইচ্ছা প্রবল
তাই আমি জাগি নিশি রাত ক্ষণেক্ষণে
অন্ধকারে তুমি জোস্না ধবল
হেতা ভেবে অপক্ষেয়মান মম মনে মনে ।
কখন আসিবে
কখন হাসিবে
কখন বাসিবে ভালো
কখন জ্বালাবে আলো আমার হৃদয় প্রাঙ্গন ।
এত নিরন্তন পেয়েছিলেম তোমায়
তাই আমি আপ্নারে করেছিলাম বন্নি
নত চিরন্তন দেখেছিলেম তোমায়
বর্ণনার অবকাশে তুমি রবীঠাকুরের তন্নি ।










